Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সময়: আমরা কেন ভবিষ্যৎ মনে রাখতে পারিনা?

 

 

আচ্ছা, সময় কী? আমাদের প্রতিদিনকার পথচলায় যে ব্যাপারটা আমাদের নিজেদের অবস্থান সম্বন্ধে একটা পরিবর্তনের অনুভূতি প্রদান করে তাই কি সময়? আমরা কি সময়ের অস্তিত্ব অনুভব না করে থাকতে পারি না? এ কি আসলেই লৌকিক কিছু নাকি আমাদের মত বুদ্ধিমান প্রাণীর নিছক কল্পনা? কী হয় সময়কে হিসেব না করে চললে? স্থান থেকে সময়কে বিচ্ছিন্ন করলে? কিংবা সময় যদি সত্যিই মহাবিশ্বের একটা জাড্য উপাদান হয়ে থাকে তবে আমরা কেন তার স্বরূপ ধরতে পারছি না? নাকি সময়কে ব্যাখ্যার মত গণিত আমাদের হাতে নেই? এমনকি হতে পারে আমরা যা মনে করছি তার থেকে অনেক অনেক সরল কিছু এই সময়? চিন্তার উল্টোপিঠে কি তবে আমাদের পদচারণা হচ্ছে না? নাকি গোল্ডফিশের মত আমরা নিজেরাও আটকে আছি সীমাবদ্ধ একটা দুনিয়ায়? অথবা আমরা এখন যা জানি সময় কি তাই? সময় কি শন ক্যারলের এনট্রিপির বৃদ্ধি? কেন আমরা শুধু অতীতকে মনে রাখতে পারি, ভবিষ্যৎ কেন নয়? আচ্ছা আমরা ভবিষ্যৎ মনে করতে পারি না কথাটি কতটুকু সঠিক? এমনকি হতে পারে না আমরা আসলেই ভবিষ্যৎ মনে রাখতে পারি কিন্তু সেটা আমাদের সমান্তরালে বয়ে যাওয়া অন্য কোনো কম এনট্রপির মহাবিশ্বের কোনো এক আমাদের জন্য সত্য? তাহলে কি সেখানে আমরা অতীত মনে করতে পারি না? আপাত দৃষ্টিতে কি মনে হছে না এমনটা হলে সেখানে পদার্থবিজ্ঞানের ভৌত বিধিগুলো ভেঙ্গে পড়বে? কিন্তু আসলেই কি এমনটা ঘটার জন্য ভৌত বিধিগুলোর পরিবর্তন আবশ্যক? যদি ভৌতবিধিগুলো সত্যিই পরিবর্তিত রূপে সেখানে বিরাজ করে তবে তো সেটা এই মহাবিশ্বের জন্যও সত্য হতে পারে। তাহলে তো সেখানে আমাদের অতীত মনে রাখা উচিৎ। আবার সেখানে আমরা যদি ভবিষ্যৎ মনে রাখতে পারি তবে এখানে নয় কেন? তাহলে আমরা কি ভবিষ্যৎ মনে রাখতে পারি?

আমরা কেন অতীত মনে রাখতে পারি? কারণ একটা ঘটনা থেকে ইন্দ্রিয়গ্রাহ্য এবং পর্যবেক্ষণলব্ধ তথ্য জমা করে রাখে আমাদের মস্তিষ্ক। আর সময়ে সময়ে সেই ঘটনার সাথে কিয়দাংশ মিলে গেলে মস্তিষ্ক পুরো ঘটনা পুনরুদ্ধারের চেষ্টা করে। এক্ষেত্রে মস্তিষ্ক অনেকাংশে সফল হয় বলে আমরা বলি আমরা অতীত মনে রাখতে পারি। এখন প্রশ্ন, আমরা কেন ভবিষ্যৎ মনে রাখতে পারি না? সহজ উত্তর কারণ অনেকগুলো সম্ভাব্য ঘটনা একসাথে মনে রাখার মত ক্ষমতা আমাদের মস্তিষ্কের নেই। কিন্তু এই মহাবিশ্বের ভবিষ্যতে যে কোনো ঘটনা ঘটার এত সম্ভাব্যতা কেন, যেখানে অতীতে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা মাত্র একটি? কেন আমরা বলছি ভবিষ্যতে অসীম সংখ্যাক উপায়ে যে কোনো ঘটনা ঘটতে পারে? প্রশ্নটার আরো গভীরে আওয়ার আগে আরেকটি প্রশ্ন, আমরা কি প্রতিমুহুর্তে অনেকগুলো সম্ভাব্য মহাবিশ্বের যে কোন একটিমাত্র মহাবিশ্বেই প্রবেশ করে যাচ্ছি? নাকি এরকম বহুবিশ্ব বলতে আসলে কিছু নেই? বর্তমান বিজ্ঞান বলে। হ্যাঁ এরকম বহুবিশ্বের অস্তিত্ব থাকতে পারে এবং আমরা প্রতিমুহুর্তেই অনেকগুলো সম্ভাব্য মহাবিশ্বের এ কোনো একটিতেই প্রবেশ করে যাচ্ছি। এজন্য মুহুর্ত আগেও যে মহাবিশ্বের ছিলাম তার স্মৃতি আমাদের মস্তিষ্কে রয়ে গিয়েছে। এই কারণে আমরা অতীত মনে রাখতে পারি। একই কারণে এক মুহুর্ত পরের অসীম সংখ্যাক মহাবিশ্বের সবগুলোর স্মৃতি আমাদের মত মস্তিষ্কে ধারণ করা অসম্ভব। এ থেকে ‘আমরা কেন ভবিষ্যৎ মনে রাখতে পারি না’ এই প্রশ্নের একটা উত্তর মেলে। কিন্তু কেনই বা এক মুহুর্ত পরেই এতগুলো মহাবিশ্বের সম্ভাবনা থাকবে? কেন শুধু একটি মহাবিশ্ব থেকে আরেকটি মহাবিশ্ব নয়?

উত্তরটা আরেকদিন খোঁজা যাবে। আজ আর মাথা বেশি নষ্ট করছি না। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

লেখা:সংগৃহীত