Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রতনদী তালতলী

 

 

রতনদী তালতলী ইউনিয়নের পক্ষ থেকে....


আপনাকে স্বাগতম.

কালের স্বাক্ষী বহনকারী দক্ষিন বাংলার রামনাবাদ নদীরতীরে গড়ে  উঠা গলাচিপাউপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নহলো রতনদী তালতলীইউনিয়ন ।কালের পরিবর্তনেআজ রতনদী তালতলীইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

 

#পরিচিতিঃ

1)       ইউনিয়নের নামঃ ৫নং রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ

2)       উপজেলাঃ গলাচিপা

3)       উপজেলা থেকে দূরত্বঃ ১০ কিঃমি।

4)       স্থাপন কালঃ ১৯৬৬ সাল

5)       আয়তনঃ ৯৬ বর্গ কিলোমিটার

6)       ইউনিয়নের সীমানাঃ পূর্বে কাজল নদী ও রনগোপালদী ইউনিয়ন, পশ্চিমে গলাচিপা ও ডাকুয়া ইউনিয়ন, উত্তরে ডাকুয়া ইউনিয়ন, দক্ষিনে পানপট্টি ইউনিয়ন।

7)       চেয়ারম্যানের নাম ও মোবাইল নংঃ এম. সিরাজুল ইসলাম। ০১৭২৭ ০১০ ০৩৮

8)       ইউপি সচিবের নাম ও মোবাইল নংঃ রবীন্দ্র চন্দ্র পাল, ০১৭১৮ ২১৫ ৭১২

9)       মৌজার সংখ্যা ও নামঃ ৪ টি- উলানিয়া, উলানিয়া রতনদী, রতনদী তালতলী ও মানিকচাদ

10)  গ্রামের সংখ্যা ও নামঃ ২৮টি- উলানিয়া, ছকানী, বড়চৌদ্দকানী, ছোট চৌদ্দকানী, সাতঘর, মামুনতক্তি, কাচারিকান্দা, নিমহাওলা, কাজিকান্দা, পাতাবুনিয়া, টাটিয়াবুনিয়া, পাঁচঘর, পূর্ব কাচারিকান্দা, পশ্চিম কাচারিকান্দা, মেম সাহেব, ছয়ানী, জংলা, বালির হাওলা, কামারহাওলা, চান্দেরহাওলা, ছোট মানিকচাদ, নিজহাওলা, তালুকদার হাওলা, ভাইয়ার হাওলা, গাববুনিয়া, বড় মানিকচাদ, গ্রামর্দ্দন, লেবুবুনিয়া।

11)  মোট জনসংখ্যাঃ মোটঃ ২২৫৮৭ জন, মহিলাঃ ১১৩৭১ জন, পুরুষঃ ১১২১৬ জন।

12)  মোট ভোটার সংখ্যাঃ ১১,৭৯৬ জন। মহিলা- ৬০৮২ জন,পুরুষ- ৫৭১৪ জন।

13)  শিক্ষার হারঃ ৫৭%

14)  মোট জমির পরিমান (একরে)ঃ মোট ৫২,০০০ একর এক ফসলীঃ ৩০,০০০ একর দু’ফসলীঃ ২২,০০০ একর।

15)  নলকূপের সংখ্যাঃ মোট- ২৮৩টি। সরকারী- ২৬৩ টি ও বেসরকারী- ২০ টি।

16)  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৭টি।

17)  বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৬টি।

18)  রেজিঃ/কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি।

19)  মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২টি

20)  নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি।

21)  কলেজের সংখ্যাঃ ১ টি।

22)  মাদ্রাসার সংখ্যাঃ ২টি।

23)  মসজিদের সংখ্যাঃ ৬৫ টি।

24)  মন্দিরের সংখ্যাঃ ৩টি।

25)   পাকা রাস্তার পরিমানঃ ১৩ কিঃমিঃ।

26)   কাঁচা রাস্তার পরিমানঃ ৪০ কিঃমিঃ।

27)   খানার সংখ্যাঃ ৫,২০০টি।

28)   হাট বাজারের সংখ্যাঃ ২টি।

29)   সাইক্লোন সেন্টারের সংখ্যাঃ ৪টি।

30)  মাটির টিলাঃ ১টি।

31)  আবাসন/আশ্রায়নের সংখ্যা  ও উপকার ভোগীর সংখ্যাঃ ৩টি, ১১২টি পরিবার

32)  জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হারঃ ১৪৬৮৮টি ও ৬৪.৯৩%

33)  স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হারঃ ৩,৫০০টি ও ৬৫%

34)  সক্ষম দম্পত্তির সংখ্যাঃ ৪,১৭০টি।

35)  পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পত্তির সংখ্যা ও শতকরা হারঃ ৩০০৫টি ও ৭২.০৬%

36)  ব্যাংকের শাখার নাম ও সংখ্যাঃ ২টি- সোনালী ব্যাংক,গ্রামীন ব্যাংক।