খুব সহজেই নতুন নিয়মে ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র। এই জাতীয় পরিচয় পত্র আপনি সব দেশে ব্যবহার করতে পারবেন।
(এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাইট)
নিচের ছবির মতো--
তারপর নিচের ছবির মতো পেজ আসবে-
এখান থেকে রেজিস্টারে ক্লিক করুন
নতুন একটি ফরম আসবে,
ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার আইডি নাম্বার হুবহু লিখুন,
তারপর জন্ম তারিখ লিখুন;
এবং পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা মাস্ট দিতেই হবে আগে পরে।
পাসওয়ার্ড টা সারা জীবনের জন্য মনে রাখবেন। (প্রয়োজনে লিখে রাখুন)।
তারপর সাবমিটে ক্লিক করুন।
আপনার মোবাইলে একটা মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন।
ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন।
বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে, পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র। তবে সরকারী সাইটগুলোর এদের সার্ভার মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য প্রাথমিক সমস্যায় পরলে পরদিন চেষ্টা করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS