পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি ১৯৬৬ সালে স্থাপিত হয়। রতনদী তালতলী ইউনিয়নের আয়তন ৭৩৯৬ একর বা ৯৬ বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা ২২৮০৪ জন এর মধ্যে পুরুষ- ১১৪৮২ এবং মহিলা- ১১৩২২ জন এবং ৫৭৫০ টি খানা আছে ও এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৩২৬ জন লোকের বসবাস আছে। ইউনিয়ন ভবনটি উলানিয়া গ্রামে অবস্থিত। এটি উপজেলা থেকে ১০ কেলোমিটার পূর্বদিকে অবস্থিত। রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা গ্রামে প্রায় ৩০০ বছরের পুরানো একটি গম্বুজ আছে যাহা বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহৃত হয় এবং কাজীকান্দা নামক গ্রামে একটি পুরানো মসজিদ রহিয়াছে।তাছাড়া এই ইউনিয়নের বদনাতলী খেয়াঘাট থেকে সূর্যোদ্বয় এবং সুর্যোঅস্ত দুটোই দেখা যায় যাহা দর্শনার্থীদের মুগ্ধ করে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS